Collaborations
The power of partnership and collaborations has always affected Non-Government Organizations to prepare, implement, and execute a strategic decision successfully because the unions increase the chances of achieving successful implications or outcomes. A share of a common objective, different skill yet complementary goals, and recognizing the partnerships' intangible values are the success factors—intangible values like dignity or positive impacts, reputation, and goodwill.
Antaheen Foundation has always appreciated the values it can receive and have received from all the collaborations or partnerships in the 8 projects it completed in its founding year, 2020. In 6 months of our young journey, we have managed to collaborate with top Institutions in Chattogram. One who also shares the same goals and missions as us. That is to bring about changes in Bangladesh, to build a better country and help the underprivileged.
Our first partnership started to form our first announced project 'Sample Corona Collection Booth'. Our most notorious project received help from Bangladesh Government, Bangladesh Institute of Tropical and Infectious Diseases (BITID) and Civil Sergeoun Police Office, Chattogram. Without their help and support, our project would not have been made possible in colour. Afterwards, we received tremendous support from the National Group and Shield 20 to develop a uniquely innovative car for our Mobile Sample Collection. We express our deep gratitude in believing in us.
Afterwards, when the Corona Virus has severely struck our beloved Chattogram. Gaussian Committee Bangladesh, which has been burying the dead for a long time, has now joined our mobile Corona Sample Collection Project. We will continue this activity jointly until the country's epidemic is tackled in full force. Each partner in the project has made it our most effective project with the best outcome. It would not have been possible without them believing in us and supporting us selflessly.
Antaheen Foundation has collaborated with Bindu, a non-political social welfare organization in our tube-well project in Shatkhira District. Together, we have established tube-wells to reduce pure and drinkable water resource scarcity in the regions. We are looking forward to more exciting projects with the organization in future on similar or diversified projects.
Finally, Antaheen Foundation has to mention the collaborations that have helped us shape our dreams, plans, and thoughts. Doodle and inspiring and talented Advertising Agency have helped us design our banners and our identity: logo. We would also like to thank Britto Communications for creating the official melodic tune for Antaheen Foundation. Sure, it is a peaceful harmony to listen. Hope our collaborations with these two talented agencies will further enhance in future.
Antaheen Foundation has had a fruitful year with the help, support, and assistance from all these 9 partners in different projects and different tasks to complete. We believe our relationship will be more robust in the upcoming years, and we will work continuously to make changes in the country together.
Endless Endeavour for Change.
একটি কৌশলগত সিদ্ধান্ত প্রস্তুত, বাস্তবায়ন এবং সফলভাবে কার্যকর করতে অংশীদারিত্ব ও সহযোগিতার সমন্বয় সবসময় বেসরকারী সংস্থাকে প্রভাবিত করেছে। কারণ এ সমন্বয়ের সফল প্রভাব কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের সম্ভাবনা বৃদ্ধি করে। একটি সাধারণ উদ্দেশ্য, স্বতন্ত্র দক্ষতার সাথে সম্পূরক লক্ষ্যের সংযুক্তি, এবং অংশীদারিত্বের অননুভবনীয় মূল্যবোধের স্বীকৃতি সাফল্যের অন্যতম উপাদান -অননুভবনীয় মূল্যবোধের মধ্যে মর্যাদা বা ইতিবাচক প্রভাব, খ্যাতি এবং প্রীতি উল্লেখ্য।
অন্তহীন ফাউন্ডেশন ২০২০ প্রতিষ্ঠা বছরে সম্পন্ন ৮ টি প্রকল্পে প্রাপ্ত সমস্ত সহযোগিতা বা অংশীদারিত্বকে সবসময় সমাদৃত করেছে। আমাদের নবযাত্রার ৬ মাসের মধ্যেই আমরা চট্টগ্রামের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতা পরিচালনা করতে পেরেছি, যাদের লক্ষ্য এবং উদ্দেশ্যে আমাদের মতোই। আর তা হচ্ছে বাংলাদেশে পরিবর্তন আনা, একটি উন্নত দেশ গড়া এবং সুবিধাবঞ্চিতদের সাহায্য করা।
আমাদের ঘোষিত প্রথম প্রকল্প 'করোনা নমুনা সংগ্রহ বুথ' প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের অংশীদারিত্বের শুভসূচনা। আমাদের সর্বজনবিদিত এ প্রকল্প বাংলাদেশ সরকার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসিয়াস ডিজিসেস (বিআইটিআইডি) এবং সিভিল সার্জন কার্যালয়,চট্টগ্রাম থেকে সহায়তা পেয়েছে। তাদের সাহায্য এবং সমর্থন ছাড়া আমাদের প্রকল্প সাফল্যমণ্ডিত করা সম্ভব হতো না। পরবর্তীতে, আমাদের মোবাইল নমুনা সংগ্রহের জন্য একটি স্বতন্ত্র উদ্ভাবনী গাড়ি নির্মাণে 'ন্যাশনাল গ্রুপ' এবং 'শিল্ড ২০' থেকে প্রচুর সহায়তা পেয়েছি। আমরা আমাদের বিশ্বাসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি।
পরবর্তীতে, আমাদের প্রিয় চট্টগ্রামে করোনাভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়লে, দীর্ঘদিন ধরে মৃতদেহ সৎকারকারী গাউছিয়া কমিটি বাংলাদেশ আমাদের মোবাইল করোনা নমুনা সংগ্রহ প্রকল্পে যোগদান করে। দেশের মহামারী সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত আমাদের এ যৌথ প্রকল্প অব্যাহত থাকবে। এ প্রকল্পের প্রতিটি অংশীদার নিজেদের সর্বোচ্চ দিয়ে এটিকে আমাদের সবচেয়ে কার্যকরী প্রকল্পে পরিণত করেছে। আমাদের প্রতি তাদের বিশ্বাস এবং নিঃস্বার্থভাবে সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না।
অন্তহীন ফাউন্ডেশন সাতক্ষীরা জেলায় নলকূপ স্থাপন প্রকল্পে অরাজনৈতিক সমাজকল্যাণ সংগঠন 'বিন্দু'র সাথে একযোগে কাজ করেছে। একসঙ্গে, এ অঞ্চলে নিরাপদ এবং পানীয় জলের উৎসের অভাব কমাতে আমরা নলকূপ স্থাপন করেছি। ভবিষ্যতেও আমরা এ সংগঠনের সাথে অনুরূপ বা বৈচিত্র্যময় প্রকল্পে একসাথে কাজ করতে উন্মুখ।
সর্বশেষ, আমাদের স্বপ্ন, পরিকল্পনা এবং চিন্তাধারা বাস্তবায়নে যারা আমাদের সাহায্য করেছে অন্তহীন ফাউন্ডেশন তাদের নাম উল্লেখ করতে চায়।' ডুডল এবং অনুপ্রেরণাদায়ক ও প্রতিভাধর বিজ্ঞাপন সংস্থা' আমাদের ব্যানার এবং পরিচায়ক:লোগো তৈরিতে সাহায্য করেছে। অন্তহীন ফাউন্ডেশনের জন্য অফিশিয়াল সুর তৈরি করার জন্য 'বৃত্ত কমিউনিকেশন'র প্রতি আমরা কৃতজ্ঞ। নিশ্চিতভাবে, এটি একটি প্রশান্তিকর সুরেলা ধ্বনি। আশা করি এই প্রতিভাবান সংস্থাদ্বয়ের সাথে আমাদের সহযোগিতা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।
অন্তহীন ফাউন্ডেশন বিভিন্ন প্রকল্প এবং কাজ সম্পন্ন করতে এই ৯ টি সহযোগী থেকে প্রাপ্ত সাহায্য, সমর্থন এবং সহযোগিতার ফলে একটি ফলপ্রসূ বছর অতিবাহিত করেছে। আমরা বিশ্বাস করি আমাদের সম্পর্ক আসন্ন বছরগুলিতে আরও শক্তিশালী হবে এবং দেশের পরিবর্তন আনতে আমরা অবিরামভাবে কাজ করে যাব।
পরিবর্তনের জন্য অন্তহীন প্রচেষ্টা।
Bangla Translation by Mozahidul Islam Nobel.
0 Comments