Global Member Network
Antaheen foundation is a non-government organization. Being a young foundation of only 6 months old, we can have the pride of having a broad human network within us. Let us start the story from the very beginning: founding.
'Antaheen' means 'Endless' in English; was first used to name a group of 36 Muslim High students in Chattogram who had the vision work for the country's betterment had never thought would form such a gigantic foundation due to unfortunate hard strike. Antaheen was developed into Antaheen Foundation when Corona Virus badly hit Chattogram. A desperate situation: daily wage earners were starving, citizens were locked in their own houses to curve the infectious rate, infected people needed desperate and immediate help, lost loved ones forever, and the helplessness of not being able to do anything; it is then when the foundation formed. It's not wrong to relate our situation with the saying, "from the ashes arose the Pheonix".
Our 36 founding members then strategically decided to invite their personal connections to join the foundation of philanthropic interests and be determined to bring perennial changes. Therefore, the founding members' referral came in many members, irrespective of nationality, race, religion, age, and education background. But everyone's common objective was to work selflessly and continuously for the country, the underprivileged, the needy, the unfortunate and for those who need our help the most.
But one would ask, "Why are the other nationalities eager to work for Bangladesh?" This question is irrelevant to them who wants to help the unfortunates or to them who can at least have a meal of 2 by their help. This will bring them happiness, an inner joy which is incomparable. Let us talk about our Netherlands branch, our most supportive, active and energetic wing. They have always been generous with their grants: let it be to help the flood-affected families in Shatkhira with food relief in Project Shatkhira, the tube-well establishment in Shatkhira District in Project Protapnagar, or the recent food, blankets and masks donation to orphans in Chandanaish in Project Blankets and Masks; they have always been one step forward to help the needy.
Moreover, citizens from other countries have always been a part of our 9 Projects completed in 2020. The generous grants have always motivated us to do more, and become more ambitious in future projects. Antaheen Foundation believes together we are invulnerable, nonbreakable, and unyielding. Furthermore, an expansive global network helps us with Prime Members with different educational and professional background. Hence, we can develop their consultation as per their locations regarding any issues, allowing us to take a definite strategic decision and a function better.
We believe being a foundation with young talents will help us form a better future. Our dream to attain a Bangladesh with lower poverty rate, higher primary education percentage, higher women employability, and better rural infrastructure will come true and we will work continuously and endless for it.
Endless Endeavour For Change.
অন্তহীন ফাউন্ডেশন, একটি অ-সরকারি প্রতিষ্ঠান, সদ্য ছয় মাসের এই পথ চলায় বিস্তৃত মানব শৃঙ্খল তৈরির কৃতিত্ব নিতেই পারে। তবে,পথচলার শুরুর গল্পটি মোটেও মসৃণ ছিল না। তাহলে, শুরু থেকেই শুরু করা যাক?
চট্টগ্রামের মুসলিম হাই স্কুলের ৩৬ জনের একদল স্কুল পড়ুয়া স্বপ্নচারীদের হাত ধরে সমাজ ও রাষ্ট্রের উৎকর্ষ সাধনের সদিচ্ছা থেকেই গোড়াপত্তন ঘটে "অন্তহীন" নামক সংগঠনটির; ইংরেজি থিসরাস খুঁজলে যার অর্থ দাঁড়ায় নিরন্তর। তবে, শুরুর দিকে সংগঠনটির এমন ব্যাপক আকার দেওয়ার আগ্রহ না থাকলেও প্রাণসংহারী করোনা যখন চট্টগ্রামে সর্বব্যাপী তার আগ্রাসী রূপ নিয়ে হাজির হল ঠিক ঐ সময়টাতেই স্কুলপড়ুয়াদের সেই অন্তহীন পরিণত হলো অন্তহীন ফাউন্ডেশনে। চারপাশে জরাজীর্ণ পরিস্থিতি : দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষগুলো অনাহারে দিনাতিপাত করছে, সংক্রমণ হার রোধে নাগরিকেরা নিজ নিজ বাসায় অবরুদ্ধ, আক্রান্তদের জরুরি ও ত্বরিত সাহায্য প্রয়োজন, প্রিয়জনেরা আমাদের মাঝ হতে হারিয়ে যাচ্ছে। এমন দুর্বিপাকে কিছু করতে না পারার অসহায়ত্বের মাঝেই সৃষ্টি হয় এই সংগঠনটির। পৌরাণিক গল্পের ধ্বংসস্তূপ হতে ফিনিক্স পাখির জাগরণের সাথে এর তুলনা করলে খুব একটা ভুল হবে না।
ফলপ্রসূ পরিবর্তনে দৃঢ়প্রতিজ্ঞ ও মানবহিতৈষী স্বার্থে আমাদের ৩৬ জনের দলটি কৌশলগতভাবেই তাদের ব্যক্তিগত পরিচিতিদের সংগঠনে যোগদানে আহ্বান করে। সেই সুবাদে প্রতিষ্ঠাতা সদস্যদের আহ্বানে জাতিগত পরিচয়, বর্ণ, বয়স, শিক্ষাগত যোগ্যতাকে পাশ কাটিয়ে অনেকেই একই ছাতার নিচে এসেছেন একটি মুখ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে আর তা হলো সুবিধাবঞ্চিত, দারিদ্র্য-পীড়িত মানুষগুলোর জন্য নিঃস্বার্থ ও অব্যাহতভাবে কাজ করে যাওয়া।
এসবের মাঝে একটি জিজ্ঞাসার আবির্ভাব হতেই পারে, "কেন ভিনদেশের অধিবাসীরা বাংলাদেশের সমস্যা সমাধানে আগ্রহী হবে? " যারা হতদরিদ্রদের দিন বদলে আগ্রহী কিংবা তাদের দুইবেলা অন্নাভাব মেটাতে ইচ্ছুক, তাদের কাছে এমন প্রশ্ন অমূলক। বরঞ্চ, এটি তাদের অতুলনীয় আত্মিক প্রশান্তি দান করে। আমাদের উৎসাহদাতা, সক্রিয়, উদ্যমে ভরপুর নেদারল্যান্ডস্থ ব্রাঞ্চের কথাই বলা যাক। তারা তাদের অনুদানে সর্বদা মহানুভবতার স্বাক্ষর রেখেছেন তা সেই সাতক্ষীরার বন্যাকবলিত মানুষের দুর্দশা লাঘবে প্রজেক্ট সাতক্ষীরার মাধ্যমে ত্রাণ-সহায়তায় অনুদান হোক বা, প্রজেক্ট প্রতাপনগরের আওতায় সাতক্ষীরায় টিউবওয়েল সংস্থাপন কিংবা প্রজেক্ট মাস্ক ও কম্বলের আওতায় চন্দনাইশে অনাথদের মাঝে সম্প্রতি কম্বল ও মাস্ক বিতরণে। অভাবগ্রস্তদের সাহায্যে তারা সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তাছাড়া, আরও ভিনদেশের অধিবাসীরা ২০২০ সালে আমাদের সদ্য সমাপ্ত ৯টি প্রজেক্টে সহায়তা করেছেন। দানে এমন প্রসারিত হাতগুলোই আমাদের আরও উচ্চাকাঙ্ক্ষী হতে ও নিত্য নতুন প্রজেক্ট গ্রহণে উৎসাহিত করছে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা দুর্ভেদ্য, অদম্য ও অনমনীয়। তদুপরি, সর্বব্যাপী বিস্তৃত বৈচিত্র্যময় শিক্ষাগত ও পেশাগত পরিবেশ হতে আগত প্রাইম মেম্বাররা আমাদের কাজের বিভিন্ন জটিলতায় তাদের দিকনির্দেশনা দিয়ে সহায়তা করছেন যা আমাদের সুনির্দিষ্ট কৌশলগত পরিকল্পনা গ্রহণে ও বাস্তবায়নে পাথেয় হিসেবে কাজ করছে।
আমাদের দৃঢ় বিশ্বাস তারুণ্যে ভরপুর ফাউন্ডেশনটি উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মানে দিকনির্দেশক হিসেবে কাজ করবে। নিম্ন দারিদ্র্যের হার ও উচ্চ প্রাথমিক শিক্ষার হারে উত্তরণ, নারীর কর্মে নিযুক্তির হারে প্রবৃদ্ধি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মত উদ্যমী স্বপ্নগুলো পূরণে আমাদের প্রাণান্ত ও অন্তহীন চেষ্টা অব্যাহত থাকবে।
পরিবর্তনের জন্য অন্তহীন প্রচেষ্টা।
Bangla Translation by Rakib Uddin Ahmed
5 Comments
Human service is religion. So those who work for people, even if the path is rough, it is temporary. Because, when the sun rises, there is no need to tell or show it to anyone. Even a blind person who has feelings will understand. Let The Antaheen Foundation move forward at breakneck speed. Many many good wishes.
Md.Forkan Hamid Azad
5 months ago
Human service is religion. So those who work for people, even if the path is rough, it is temporary. Because, when the sun rises, there is no need to tell or show it to anyone. Even a blind person who has feelings will understand. Let The Antaheen Foundation move forward at breakneck speed. Many many good wishes.
Md.Forkan Hamid Azad
5 months ago
Human service is religion. So those who work for people, even if the path is rough, it is temporary. Because, when the sun rises, there is no need to tell or show it to anyone. Even a blind person who has feelings will understand. Let The Antaheen Foundation move forward at breakneck speed. Many many good wishes.
Md.Forkan Hamid Azad
5 months ago