Project 02 Corona Sample Collection Booth

Antaheen Foundation's First announced the project, but due to limited funding for the mobile booth, the delayed acceptance from Government bodies to conduct the tests and collaboration with the Surgeon, the project inaugurated later than the predicted time. Starting the journey on August 5, 2020, the corona sample collection booth will visit Chattogram City's 6 urban dispensary destinations: Panchlaish, Halishahar, Kotoali, Pahartali, Baijid Bostami, Sholoshohar, to conduct tests at the doorstep. At present, the project has provided service to more than 500 Chattogram citizens. Currently, we are working with the Bangladesh Institute of Tropical and Infectious Diseases (BITID) in these locations over 4 months.

'Corona Sample Collection Booth' has so far been the most influential, renowned, and unique initiative by Antaheen Foundation to help Chattogram citizens to be able to test for Corona in only BDT 100 instead of 4500++. While preparing and conducting for the test, the Project Leader ensures social distancing are strictly maintained among the patients following the Standard of Operations (SOP) rules and regulations. Our motive to provide an affordable corona testing platform and eliminate the boundaries of class and ensure everyone's safety during the unprecedented times. Furthermore, we promise to give the test results within 48-hours in collaboration with the government. Now, we have partnered with Shield 20, National Group and Gausia Committee Bangladesh with a mission to serve more people.

We have received an overwhelming response on this project of ours, and news channels like C-plus, BBC News Bangla, Bangla TV, Ntv, Channel 24, SN TV, Prothom Alo, Chattogram 24, CVoice 24, Ekushey Patrika, Sottokothon, NewsNow24, Bangladesh Post, Bd-Pratidin, Jamuna Television, and appreciated by Respected Civil Surgeon Dr SK Fazle Rabbii from Civil Surgeon Office, Chattogram and Dr Hasan Shahriar Kabir, Health Divisional Director of Chattogram.

 

অন্তহীন ফাউন্ডেশন এর প্রথম ঘোষিত প্রকল্প"করোনা স্যাম্পল কালেকশান বুথ";এই চলমান বুথটি তার নির্ধারিত সময়ের পর শুরু হয় অপর্যাপ্ত ফান্ড, টেস্ট করানোর জন্য সরকারি অনুমোদন এবং সার্জনদের সহযোগিতার বিলম্বের কারনে। ১০ ই আগস্ট ২০২০ সালে শুরু হয়ে করোনা স্যাম্পল কালেকশন বুথটি চট্টগ্রাম শহরের ৬টি জায়গা; পাঁচলাইশ, হালিশহর, কোতোয়ালি, পাহাড়তলী বাইজিদ বোস্তামী, ষোলশহর এ মানুষের ঘরের পাশে গিয়ে স্যাম্পল কালেকশন পরিচালনা করবে।  

বর্তমানে প্রজেক্টটি ৫০০ এর অধিক চট্টগ্রামের নাগরিককে  মাত্র ১০০ টাকায় সেবা প্রদান করেছে, যেখানে মানুষের ৪৫০০ এর বেশী টাকা লাগে। আমরা চার মাসেরও বেশি সময় ধরে উপরোক্ত জায়গাগুলোতে BITID এর সাথে কাজ করে যাচ্ছি।

আমরা আমাদের এই প্রজেক্টে দারুণ সাড়া পেয়েছি এবং সিপ্লাস, বিবিসি নিউজ, বাংলা টিভি, চ্যানেল ২৪, এনটিভি, প্রথম আলো, চট্টগ্রাম ২৪, Cvoice ২৪ , একুশে পত্রিকা, সত্যকথন, NewsNow24, বাংলাদেশ পোস্ট, বাংলাদেশ প্রতিদিন এর মত মিডিয়া এবং সম্মানিত সিভিল সার্জন ডক্টর এস কে ফজলে রাব্বী, সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম, ডঃ হাসান শাহরিয়ার কবির, স্বাস্থ্য বিভাগীয় পরিচালক, চট্টগ্রাম এর মতন ব্যক্তিবর্গ হতেও প্রশংসিত হয়েছে।

পরিবর্তনের জন্য অন্তহীন প্রচেষ্টা।