Media Coverage

Our journey started in August 2020. We are a young philanthropic organization that completed 6 months of its continuous hardships to bring about rural changes in our beloved Bangladesh. Our initiatives have been praised and acknowledged by many influential media houses in the country in this short time.

Our very first announced initiative, Project Corona Sample Collection Booth has been the talk of the town. Let it be the Mobile Sample Collection Booth's design, which looks like a tiny green mobile box, the service's availability in 6 different locations in Chattogram, or providing the service for only BDT 100 or the promise of offering it for free for the underprivileged. As the project has a strong effect and support on the economy and its influence on people, Media Houses did not back down to make it more popular and well-known. It began on the very first day the Project inaugurated with the Presence of Civil Surgeon, SK Fazle Rabbii, Health Divisional Director, Hasan Shahriar Kabir, and Antaheen Foundation's Founding Members. Due to its unique design, innovation, approach, and offer it took no time to spread the news all over Chattogram.

Powerful media house, Prothom Alo Newspaper with the headline, "Antaheen Foundation Mobile Sample Collection Booth" has further boosted our influence. It could not have been more joyous for us to be declared arrival on such gigantic way. Gradually, our project got mentioned over other prestigious media houses, which helped us spread the project's news to remote corners of the city—therefore servicing more people during unprecedented Corona Virus times.

Our Media Reach was further enhanced when our Corona Sample Collection Booth Project Leader, Sarfuddin Chowdhury Kajal, was broadcasted live as a frontliner on Jamuna Television on 30th October 2020. In this approximately 1-hour interview session our Project Leader has shared the project's mission, our objective to bring changes in the country, and his experience.

Thanks to the media to help us relentlessly create awareness about our services to more than a million people. All these channels and newspapers worked with us in the last 6 months. We should mention our special thanks to more than dozens news and blog portals that are not in the picture. We are hoping to give you more positive information in the future.

Endless Endeavor For The Change.

 

আমাদের এই যাত্রা শুরু হয়েছিল ২০২০ এর আগষ্টে। আমাদের এই মানবদরদি সংস্থাকে ছয় মাস কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রিয় বাংলাদেশের গ্রাম্য এলাকায় পরিবর্তন আনতে। স্বল্প সময়ের মধ্যেই আমাদের এই উদ্যোগ বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম দ্বারা ব্যাপক প্রশংসিত স্বীকৃতি পেয়েছে।

আমাদের প্রথম উদ্যোগে করোনা নমুনা সংগ্রহ বুথ প্রকল্প শহরে এক আলোড়ন সৃষ্টি করেছে। ক্ষুদ্র সবুজ মোবাইল বক্স আকৃতির নমুনা সংগ্রহ বুথটি চট্টগ্রামের টি পৃথক স্থানে সহজলভ্যতা, মাত্র ১০০ টাকায় সেবা প্রদান বা সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ছিল   যেহেতু প্রকল্পটির জনগণ অর্থনীতির উপর একটি শক্তিশালী প্রভাব সমর্থন রয়েছে, গণমাধ্যমগুলি এটিকে আরও জনপ্রিয় এবং সুপরিচিত করতে পিছপা হয়নি।  প্রকল্পটি প্রথম দিনেই সিভিল সার্জন এস কে ফজলে রাব্বি,বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির এবং অন্তঃহীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যদের উপস্থিতিতে উদ্বোধন হয়েছিল। এর অনন্য নকশা, উদ্ভাবন, পদ্ধতি এবং সুযোগ প্রদানের কারণে পুরো চট্টগ্রামে সংবাদটি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

প্রভাবশালী গণমাধ্যম "প্রথম আলো" পত্রিকায় "অন্তহীন ফাউন্ডেশন মোবাইল নমুনা সংগ্রহ বুথশিরোনামে খবর আমাদের প্রচার আরো বৃদ্ধি করেছে। এত বিশাল উপায়ে আমাদের আগমনের ঘোষণা এরচেয়ে বেশি আনন্দদায়ক হতে পারে না। ধীরে ধীরে, আমাদের প্রকল্পটি অন্যান্য নামীদামী গণমাধ্যমগুলিতে প্রচারিত হয়েছিলো, যা আমাদের প্রকল্পের খবর শহরের প্রান্তিক এলাকায় ছড়িয়ে পড়তে সহায়ক ভূমিকা পালন করে- যার ফলে নজিরবিহীন করোনাভাইরাসের সময়ে অনেক বেশি মানুষকে সেবা দিতে পেরেছি।

২০২০ সালের ৩০ অক্টোবর আমাদের করোনার নমুনা সংগ্রহ বুথ প্রকল্পের নেতা সরফুদ্দিন চৌধুরী কাজলকে যমুনা টেলিভিশনে একজন সম্মুখ যোদ্ধা হিসেবে সরাসরি সম্প্রচার করা হয়েছিল,যা আমাদের মিডিয়া ব্যাপ্তি আরো ব্যাপক হারে বৃদ্ধি করেছিল। প্রায় ঘন্টাব্যাপী সাক্ষাৎকারে তিনি প্রকল্পটির লক্ষ্য,দেশে পরিবর্তন আনতে আমাদের উদ্দেশ্য  এবং তার অভিজ্ঞতা তুলে ধরেন।

দশ লক্ষেরও বেশি লোকের কাছে আমাদের সেবা সম্পর্কে নিরলসভাবে সচেতনতা তৈরি করতে সহায়তা করার জন্য মিডিয়ার প্রতি সাধুবাদ জানাচ্ছি এই সমস্ত চ্যানেল এবং সংবাদপত্রগুলি গত ছয় মাস ধরে আমাদের সাথে কাজ করেছিল। উল্লেখহীন কয়েক ডজনেরও বেশি সংবাদ এবং ব্লগ পোর্টালকে আমাদের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।আপনাদেরকে ভবিষ্যতে আরও ইতিবাচক তথ্য দেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

 

পরিবর্তনের জন্য অন্তহীন প্রচেষ্টা।

 

Bangla Translation by Mozahidul Islam Nobel