Our Primary Plan

Let us highlight the big dreams that we want to bring in the near future through our organization. Subject to competency our Board of Trustees has approved the Governing board to implement the following projects.

1. Collection of corona (Covid-19) samples through specialized vehicles.

2. Can reach out to people with masks and bottled soap water at affordable prices.

3. Starting with ‘Oxygen Cylinder Bank’.

The projects we have planned for the future-

Education: -Scholarship with the exchange of teaching -Arrange free online courses/classes -Research support for solving the social problem

Employment: -Create employment with zakat fund through proper management -Provide technical education for semi-educated people

Treatment: -Gradually arrange ventilators and P.C.R machines for government hospitals -Conducting free medical programs by specialist doctors every week/month

Food: - Through proper management assist people for slaughtering animals and distributing them to poor during Qurban (Eid-ul-Adha)

Environment: -Creating rooftop greenery -Tree plantation program

Besides we will be collaborating with various organizations on a variety of projects, including the distribution of winter clothing and spreading education.

We will continue our endless efforts to make the life of the people easier and increase the quality of life with the cooperation of everyone.

 

বড় বড় স্বপ্ন নিয়ে গড়ে ওঠা অন্তহীনের ভবিষ্যৎ ভাবনাগুলো তুলে ধরছি। আমাদের ট্রাস্টি বোর্ড নিম্নলিখিত প্রজেক্টগুলো নিয়ে সক্ষমতা স্বাপেক্ষে গভর্নিং বোর্ডকে কার্যকর করার অনুমোদন দিয়েছে।

১/ বিনামূল্যে বিশেষায়িত গাড়ির মাধ্যমে করোনা (কোভিড-১৯) নমুনা সংগ্রহ।

২/ মাস্ক ও বোতলজাত সাবান পানি সুলভ মূল্যে মানুষের কাছে পৌঁছাতে পারি।

৩/ 'অক্সিজেন সিলিন্ডার ব্যাংক’ চালু করা।

ভবিষ্যতের জন্যে আমরা যেসব প্রজেক্ট পরিকল্পনায় রেখেছি-

শিক্ষা: -শিক্ষাদানে বৃত্তি প্রদান করা। -ফ্রী অনলাইন কোর্সের/ক্লাসের ব্যবস্থা করা। -সামাজিক সমস্যা সমাধানে গবেষণা সহায়তা।

কর্মসংস্থান: -যথাযথ ব্যবস্থাপণার মাধ্যমে যাকাত ফান্ড দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা। -অর্ধশিক্ষিতদের কারিগরি শিক্ষার ব্যবস্থা করা।

চিকিৎসা : -সরকারি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ভেন্টিলেটর ও পি.সি.আর. মেশিনের ব্যবস্থা করা। -প্রতি সপ্তাহে/মাসে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রী চিকিৎসা প্রোগ্রাম পরিচালিত করা।

খাদ্য: -যথাযথ ব্যবস্থাপনায় বিদেশীদের কোরবানিতে দেশে সহায়তা করা

পরিবেশ: -বাড়ির ছাদ সবুজায়ন -বৃক্ষরোপণ কর্মসূচি

এছাড়াও আমরা বিভিন্ন অরগানাইজেশনের সাথে শীত বস্ত্র বিতরন ও শিক্ষা বিস্তার সহ বিভিন্ন প্রজেক্টে কোলাবরেশন করে কাজ করার লক্ষ্য নিয়ে আগাবো।

আমাদের দেশের মানুষের জীবনযাত্রা সহজ ও জীবনযাত্রার মান বৃদ্ধিতে সকলের সহযোগীতায় আমাদের অন্তহীন প্রচেষ্টা অব্যাহত থাকবে।